ট্রাম্প সমর্থকদের র্যালি ওয়াশিংটনে
- Update Time : ০২:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের সমর্থনে শনিবার লালটুপি পড়া হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় সমাবেশে অংশ নেয়, সুপ্রীম কোর্টের মাধ্যমে এটি হতে পারে নির্বাচনের ফলাফল বাতিলে ট্রাম্পের শেষ সুযোগ।
দিনের শুরুতে একটি উৎসবমুখর পরিবেশে হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে ফ্রিডম প্লাজার আশেপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়, পরে প্রতিবাদকারী ও বিরোধীরা সংঘাতে জড়িয়ে পড়ে।
পুলিশ বিবদিমান দুই গ্রুপকে আলাদা করে রাখে, এ সময় পুলিশ ও সমাবেশ বিরোধীদের মধ্যে অন্তত একবার সংঘাতের সৃষ্টি হয়। এ সময় ৬ জনকে এবং শুক্রবার রাতে ৫ জন গ্রেফতার করা হয়। ট্রাম্পের সমর্থকরা “ইউএসএ” এবং “ট্রাম্পের জন্য আরো ৪ বছর” বলে শ্লোগান দিচ্ছিলো।
ট্রাম্পের পক্ষে এই সমাবেশে ভিড় থাকলেও একমাস আগে হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের সমর্থকদের সমাবেশের চেয়ে লোক সমাগম কম ছিল,একমাস আগের সমাবেশে ১০ হাজার লোক সমবেত হয়েছিল।
পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্য থেকে আসা প্রায় ৬০ জনের বিক্ষোভকারী দলের একজন লুক উইলসন বলেন, আমরা হাল ছাড়বো না।
ট্রাম্পের সমাবেশে নিয়মিত যোগদানকারী ডেল কুইক বলেন, “আমি বিশ্বাস করি আমেরিকার জনগণের প্রতি একটি বড় অন্যায় হয়েছে।” তিনি বন্দুক রাখার অধিকারের পক্ষে পতাকা প্রদর্শন করেন।
প্রতিবাদকারীরা ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রাট জো বাইডেনের জয়ের ফলাফলে ব্যাপারে আপত্তির কোন ব্যাখ্যা দেননি, এমনকি বিভিন্ন রাজ্যের নির্বাচনী কর্মকর্তা যাদের বেশীরভাগই রিপাবলিকান এবং গুরুত্বপূর্ণ রাজ্যের অনেক বিচারক রিপাবলিকান হওয়া সত্ত্বেও নির্বাচনে তাদের পক্ষ থেকে কোন আপত্তি আসেনি।
এসএস//