সারাদেশ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল আজ রোববার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ করা হবে।
আজ রোববার ১৩ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ৩৬২টি কলেজের ৪ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে এ পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রকাশিত ফল সন্ধ্যা ৬টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuH4Reg No (শেষের ০৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd অথবা www.nubd.info থেকে জানা যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী অনিয়মিত এবং অকৃতকার্য শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন। করোনাকালীন সময়ে জুম অ্যাপসের মাধ্যমে এ সকল শিক্ষার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা নভেম্বর মাসে শেষ হয়েছে।
এসএস//
Leave a Reply