শিরোনাম:
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
- Update Time : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত আবু তালেব (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
শনিবার ১২ ডিসেম্বর রাতে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ১০ ডিসেম্বর ভোরে উপজেলার শ্রীরামপুর সীমান্তের ৮৪৪ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে আহত হন তিনি। তাকে গোপনে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসাধীন ছিলেন।
নিহত আবু তালেব পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গিরপাড় গ্রামের কমর উদ্দিন ওরফে শাহীনের ছেলে।
এসএস//