শিরোনাম:
আমির পুত্রের সিনেমায় , নায়িকা শালিনী পাণ্ডে
- Update Time : ০৭:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিনোদন ডেস্ক : অবশেষে সিনেমায় নাম লেখাতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করা হলেও সিনেমায় দেখা যায়নি তাকে। অবশেষে সেটিই ঘটতে চলেছে, তাও আবার যশরাজ ফিল্মসের মতো বিরাট ব্যানারে। নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
পিরিয়ডিক ড্রামার এই ছবিতে জুনায়েদের নায়িকা হচ্ছেন দক্ষিণী ছবি ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডে। ছবিটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। উনবিংশ শতকের ব্রিটিশ ভারতের পটভূমিতেই এগোবে ছবির গল্প। ছবিতে জুনায়েদকে দেখা যাবে একজন সাংবাদিক ও সমাজকর্মীর ভূমিকায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনটাই।
এসএস//