শিরোনাম:
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু
- Update Time : ০৪:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
চট্টগ্রাম প্রতিনিধি : জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পাটানিফুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
রোববার ১৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম ছেলে জাবেদকে নিয়ে চট্টগ্রাম শহর থেকে বাড়ি লোহাগাড়ার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করার সময় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী বাবা ও ছেলে নিহত হন। পরে লাশ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস//