কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা
- Update Time : ১১:৪১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
গতকাল শনিবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় আহত সাংবাদিক আশিকুর রহমান আশিক বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন।
ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আশিকুর রহমানের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিয়াজুড়ী এলাকায়। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।
মামলার এজাহারে ওই দিনের হামলার সময় চুরি হওয়া জিনিসপত্র ও গাড়ি ভাঙচুরের কারণে মোট ১২ লাখ ২০ হাজার ৬০০ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলায় ২৮ জনকে নাম উল্লেখ করা হয়েছে। তবে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকালে উপ-নির্বাচনে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর ৫০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক আহত হন।
এসএস//