মার্কিন সুপ্রিম কোর্টে ভোটের ফল বাতিলে আবেদন খারিজ
- Update Time : ০২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৪ রাজ্যের ভোটের ফল বাতিল চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থনে টেক্সাসের করা ওই মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভেইনিয়া ও উইসকনসিনের ফলাফল অবৈধ ঘোষণার আর্জি জানানো হয়েছিল।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যেসব রাজ্যে বিজয়ী হয়েছিলেন, তার মধ্যে এই চারটিও আছে।
ভোটের ফল বাতিলে টেক্সাসের করা মামলায় ১৮টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল ও ১০৬ জন রিপাবলিকান কংগ্রেস সদস্য সমর্থন দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারকরা সংক্ষিপ্ত এক আদেশে মামলাটি খারিজ করে দেন। তারা বলেন, এ ধরনের মামলা করার আইনি ভিত্তি টেক্সাসের নেই।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এখন রক্ষণশীল বিচারকের সংখ্যাই বেশি। তা সত্ত্বেও এমন সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বেশ বড়সড় ধাক্কা, বলছেন পর্যবেক্ষকরা।
কয়েক দিন আগে পেনসিলভেইনিয়ায় বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরকটি মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল।
নির্বাচনের পর থেকেই ট্রাম্প কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ‘ভোটে কারচুপি’ হয়েছে বলে ধারাবাহিকভাবে দাবি করে আসছেন। ‘অবৈধ ভোটের’ কারণেই তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারছেন না, বলেছেন তিনি।
এ নিয়ে ট্রাম্প ও তার সমর্থকরা বিভিন্ন আদালতে কয়েক ডজন মামলা করলেও কোনোটাতেই তারা তেমন সুবিধা করতে পারেননি।
এসএস//