শিরোনাম:
বামনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- Update Time : ০৭:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বরগুনার বামনা-পাথরঘাটা মহাসড়কে বামনা উপজেলার উত্তর ডৌয়াতলা নামক স্থানে শনিবার সকাল ৯টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক উপজেলার উত্তর ভাইজোড়া গ্রামের মো. শাহজাহান হাওলাদারের বড় ছেলে মো. রিফাত হাওলাদার (২২) নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন নিহতের ছোটভাই বিশাদ হাওলাদার (১৫) ও বন্ধু একই গ্রামের সালাম হাওলাদারের ছেলে মো. সাকিল হাওলাদার (২২)।
আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বামনা থানা পুলিশ জানায় , চালক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা নিয়ে লাশ স্বজনের কাছে দাফন করার জন্য হস্তান্তর করা হয়েছে।
এসএস//