Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

বিএনপি’র কামাল ইবনে ইউসুফের ফরিদপুরে জানাজায় মানুষের ঢল

  • Update Time : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • / ০ Time View

ফরিদপুর প্রতিনিধি : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় সমাহিত হলে জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

শুক্রবার ১১ ডিসেম্বর বিকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এরআগে বাদ জুমা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ ময়দানে অনুষ্ঠিত তার জানাজায় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল নামে। মানুষের ঢল রাজেন্দ্র কলেজ মাঠ ছাড়িয়ে পার্শবর্তী ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম পর্যন্ত গিয়ে ঠেকে। ফরিদপুর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মানুষ জানাজায় অংশ নেন।

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার দুপুর পৌনে ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন কামাল ইবনে ইউসুফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এছাড়া তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান। বুধবার রাতে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশ নেন।

বৃহস্পতিবার ফরিদপুর পৌরসভা নির্বাচনে তার মেয়ে নায়াব ইউসুফের অংশগ্রহণের কারণে মরদেহ রাজধানীতে হিমঘরে রাখা হয়। এরপর শুক্রবার দুপুরে তার মরদেহ নেয়া হয় ফরিদপুরে। বাদ জুমা শহরের রাজেন্দ্র কলেজ ময়দানে নেয়া হয় কামাল ইবনে ইউসুফের লাশ। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বেলা ৩টার দিকে শহরের চকবাজার জামে মসজিদের খতিব ও সামমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা কামরুজ্জামানের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রিয় নেতার জানাজা দাফনে অংশ নিতে আগত জনতার পদচারণায় সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর লাশ ময়েজ মঞ্জিলে নেয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় পিতা চৌধুরী ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার কবরের পাশে।

জানাজাপূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন পরিবারের পক্ষ হতে মরহুমের জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, শরীয়তপুরের বাহাদুরপুর দরবার শরীফের প্রতিনিধি হাফেজ মাওলানা মোহাম্মদ হানজেলা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শিল্পপতি এ কে আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ঈসা, অধ্যাপক এবিএম সাত্তার, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুত তাওয়াব ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।

জানাজার পর রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মোদাররেস আলী ঈসা, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কোতয়ালী থানা বিএনপি, শহর বিএনপি, রাজবাড়ি ও মাদারীপুর জেলা বিএনপি, জেলা যুবদল, মহানগর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা তাঁতী দল, জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, ফরিদপুর প্রেসক্লাব, চকবাজার বণিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

কামাল ইউসুফ ফরিদপুর-৩ (সদর) আসন থেকে পাঁচ দফা সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকার গঠনের প্রতিবারই তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, সর্বশেষ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমৃদ্ধ বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম নেন কামাল ইউসুফ। তিনি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার ময়েজ মঞ্জিলের সন্তান। তার পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। বাবা ইউসুফ আলী চৌধুরী। ইউসুফ আলী চৌধুরীকে কিং মেকার বলা হয়। তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন লাল মিয়া আইউব সরকারের মন্ত্রী ছিলেন। আরেক চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

এসএস//

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি’র কামাল ইবনে ইউসুফের ফরিদপুরে জানাজায় মানুষের ঢল

Update Time : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

ফরিদপুর প্রতিনিধি : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় সমাহিত হলে জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

শুক্রবার ১১ ডিসেম্বর বিকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এরআগে বাদ জুমা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ ময়দানে অনুষ্ঠিত তার জানাজায় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল নামে। মানুষের ঢল রাজেন্দ্র কলেজ মাঠ ছাড়িয়ে পার্শবর্তী ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম পর্যন্ত গিয়ে ঠেকে। ফরিদপুর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মানুষ জানাজায় অংশ নেন।

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার দুপুর পৌনে ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন কামাল ইবনে ইউসুফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এছাড়া তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান। বুধবার রাতে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশ নেন।

বৃহস্পতিবার ফরিদপুর পৌরসভা নির্বাচনে তার মেয়ে নায়াব ইউসুফের অংশগ্রহণের কারণে মরদেহ রাজধানীতে হিমঘরে রাখা হয়। এরপর শুক্রবার দুপুরে তার মরদেহ নেয়া হয় ফরিদপুরে। বাদ জুমা শহরের রাজেন্দ্র কলেজ ময়দানে নেয়া হয় কামাল ইবনে ইউসুফের লাশ। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বেলা ৩টার দিকে শহরের চকবাজার জামে মসজিদের খতিব ও সামমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা কামরুজ্জামানের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রিয় নেতার জানাজা দাফনে অংশ নিতে আগত জনতার পদচারণায় সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর লাশ ময়েজ মঞ্জিলে নেয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় পিতা চৌধুরী ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার কবরের পাশে।

জানাজাপূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন পরিবারের পক্ষ হতে মরহুমের জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, শরীয়তপুরের বাহাদুরপুর দরবার শরীফের প্রতিনিধি হাফেজ মাওলানা মোহাম্মদ হানজেলা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শিল্পপতি এ কে আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ঈসা, অধ্যাপক এবিএম সাত্তার, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুত তাওয়াব ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।

জানাজার পর রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মোদাররেস আলী ঈসা, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কোতয়ালী থানা বিএনপি, শহর বিএনপি, রাজবাড়ি ও মাদারীপুর জেলা বিএনপি, জেলা যুবদল, মহানগর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা তাঁতী দল, জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, ফরিদপুর প্রেসক্লাব, চকবাজার বণিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

কামাল ইউসুফ ফরিদপুর-৩ (সদর) আসন থেকে পাঁচ দফা সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকার গঠনের প্রতিবারই তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, সর্বশেষ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমৃদ্ধ বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম নেন কামাল ইউসুফ। তিনি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার ময়েজ মঞ্জিলের সন্তান। তার পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। বাবা ইউসুফ আলী চৌধুরী। ইউসুফ আলী চৌধুরীকে কিং মেকার বলা হয়। তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন লাল মিয়া আইউব সরকারের মন্ত্রী ছিলেন। আরেক চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

এসএস//