‘আপোষযোগ্য বিরোধ মিমাংসায় নগর আদালত আইন প্রনয়ণ সময়ের দাবী’
- Update Time : ০৮:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক: নগরবাসীর আপোষযোগ্য বিরোধ মিমাংসায় ‘নগর আদালত আইন’ প্রনয়ণ এখন সময়ের দাবী।
“প্রস্তাবিত নগর আদালত আইনের প্রয়োজনীয়তা,আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক এক কর্মশালায় অংশে নেয়া আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিগন এ মত দেন।
মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার-এ শুক্রবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় দুইদিনব্যাপি এ কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালায় আলোচনায় অংশ নেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী ও সংগঠক, ব্লাষ্ট এর নির্বাহী পরিচালক ব্যারিষ্টার সারা হোসেন, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী এডভোকেট খান মো. শহীদ, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সমন্বয়কারী এডভোকেট মো. ইব্রাহিম মিয়া,মাদারীপুর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সাইয়েদা সালমা, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর ডেইজি আফরোজ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমূখ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান খান।
আইন,আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ জাতীয় সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২৩ জন সদস্য এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় এলআরএফ সদস্যরা তাদের মত ও প্রশ্ন তুলে ধরেন।
অংশ নেয়া সদস্যদের মধ্যে রয়েছেন এলআরএফ সভাপতি মাশহুদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, এলআরএফ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, এলআরএফ এর সিনিয়র সদস্য আশরাফুল আলম, এম এ নোমান, এলআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, আজিজুল ইসলাম পান্নু ও হাসান জাভেদ।
কর্মশালায় আলোচকগন নগর আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মাদারীপুর লিগ্যাল এইড-এর আনা আইনের একটি খসড়ার নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচকগন এ আইন এখন সময়ের দাবী বলে একমত পোষন করেন।
কর্মশালার নানা দিক, মাদারীপুর লিগ্যাল এইড- এর কার্যক্রম ও পরিধি এবং ‘নগর আদালত আইন’ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে সারাদেশ.নেট।
ডিএ//