শিরোনাম:
হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক নারী নিহত
- Update Time : ০৭:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে বেসরকারি সংস্থা ব্র্যাকের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতা রাণী সরকার (৩৫) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মুহিত কুমার সরকারের স্ত্রী ও কমলগঞ্জ ব্র্যাক অফিসের কর্মী ছিলেন।
মমতার স্বামীকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাড়ি জানায়, মোটর সাইকেলে করে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন মমতা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মমতা নিহত হন। পরে তার স্বামীকে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচ থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এসএস//