বেনজেমার গোলে নকআউট পর্বে রিয়াল
- Update Time : ১২:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের ‘বি’গ্রুপের লড়াই বেনজেমার গোলে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে বুধবার রাতে বরুসিয়া মোশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়ালের হয়ে জয়সূচক দুটি গোলই করেছেন করিম বেনজেমা। তিনি ম্যাচের ৯ ও ৩১ মিনিটে গোল দুটি করেন।
৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে মাদ্রিদের ক্লাবটি। অন্যদিকে মোশেনগ্লাডবাখ হারলেও ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট ও ৭ গোল গড় নিয়ে রিয়ালের সঙ্গে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। দুই-দুইবার রিয়ালকে হারানো শাখতার দনেৎস্কের সংগ্রহ মোশেনগ্লাডবাখের সমান ৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে।
ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। এ সময় ডানদিক থেকে লুকাস ভাসকেজের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান তিনি। ৩১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। আবারো করিম বেনজেমা। আবারো তার হেডে গোল। এবার অবশ্য তাকে গোলে সহায়তা করেছেন রদ্রিগো। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর অবশ্য আরো কোনো গোল পায়নি তারা। নকআউট পর্বে যেতে আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।
এসএস//