সারাদেশ ডেস্ক : অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এখন উইন্ডোজ ১০ কম্পিউটার থেকেও ব্যবহার করা যাচ্ছে। স্যামসাং ফোনের ব্যবহারকারীরা ফোনের অ্যাপ পিসিতে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই সুবিধা পেতে কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৯ আপডেট বা এর পরবর্তী সংস্করণ ইনস্টল থাকতে হবে। কোন আপডেটটি পিসিতে চলছে তা দেখা যাবে Settings-এ গিয়ে। এরপর Updates & ‘Security’ থেকে ক্লিক করতে হবে ‘Check for update’অপশনে। যে অ্যাপ ইনস্টল করবেন সেটিও হতে হবে সর্বশেষ সংস্করণের। ফোনে চালাতে হবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই। এছাড়াও, ফোন ও কম্পিউটার একই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে হবে।
উইন্ডোজ ১০-এ যেভাবে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ : উপরের সব ধাপ শেষ করে ডেক্সটপে অ্যান্ড্রয়েড অ্যাপ খুলতে হবে। প্রথমে বাম দিকে থাকা মেন্যু অপশন থেকে অ্যাপ শর্টকাটে ক্লিক করতে হবে। সেখানে ফোনে থাকা সব অ্যাপের লিস্ট দেখা যাবে। লিস্টের যে অ্যাপ পিসিতে ইনস্টল করতে চান সেটাতে ক্লিক করতে হবে। অ্যাপটি ওপেন হবে আলাদা একটি উইন্ডোতে।
এসএস//
Leave a Reply