ফেসবুক মেসেঞ্জারে বার্তা আদান-প্রদানে জটিলতা
- Update Time : ০৫:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ব্যবহারকারীদের বেশ কয়েক ঘণ্টা ধরেই অসুবিধা পোহাতে হচ্ছে । মোবাইল ফোন এবং ডেস্কটপ উভয় মাধ্যমেই মেসেঞ্জার ব্যবহারকারীরা ঠিকমতো বার্তা আদান-প্রদান করতে পারছেন না।
শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই মেসেঞ্জার ব্যবহারকারীরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।
অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদেরকে।
ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পোল্যান্ড এবং বেলজিয়ামের ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এখন পর্যন্ত এ সমস্যার কারণ কিংবা প্রতিকার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
এসএস//