শিরোনাম:
হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর
- Update Time : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
যুগান্তর রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। এছাড়া আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকায় আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকে চারটি সমঝোতা চুক্তি সই হতে পারে। এছাড়া ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় সম্পন্ন হওয়া বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন হতে পারে।
এসএস//