মেইকআপে চোখের কালিমা দূর করার পন্থা
- Update Time : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
লাইফস্টাইল ডেস্ক : একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে মেইকআপের সাহায্যে চোখের চারপাশের কালচেভাব দূর করার পন্থা জানান হল।
ত্বক প্রস্তুত করা: ত্বকে যে কোনো কিছু ব্যবহারের আগে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। চোখের চারপাশে ময়েশ্চারাইজার বা আই ক্রিম অথবা আই প্রাইমার ব্যবহার করুন। এটা ত্বকে মসৃণ বেইজ তৈরি করতে সহায়তা করে।
‘কালার কারেকটর’ ব্যবহার: কালার কারেকটর ব্যবহারের আগে এর সঠিক রং বাছাই করে নিতে হবে। ত্বকের কালো দাগ আড়াল করতে কমলা রংয়ের কারেকটর ব্যবহার করা ভালো। এটা আমাদের ত্বকের বর্ণের জন্য উপযুক্ত।
সঠিক কন্সিলার ব্যবহার: ত্বকে সঠিক রংয়ের কন্সিলার ব্যবহার করা জরুরি। না হলে চোখের চারপাশের কালচেভাব আরও বেশি ফুটে ওঠে। ত্বকে খানিকটা উষ্ণ টোনের কন্সিলার ব্যবহার করা ভালো। এতে সহজেই তা গায়ের রংয়ের সঙ্গে মিশে যায়।
লুস পাউডার ব্যবহার: কন্সিলার ব্যবহারের পরে এর ওপরে হালকা করে লুস পাউডার মেখে নিন। এতে কন্সিলার ঠিক মতো বসবে।
ফাউন্ডেশন ব্যবহার: চোখের চারপাশে কন্সিলার ব্যবহারের পরে তা মুখের অন্যান্য অংশের সঙ্গে মানানসই হওয়ার জন্য ফাউন্ডেশন ব্যবহার করুন। সামান্য ফাউন্ডেশন নিয়ে তা ভালো মতো ব্লেন্ড করে নিন। এতে ত্বক দেখতে নিখুঁত লাগবে।
এসএস//