শিরোনাম:
করোনায় সংগীতার সেলিম খানের মৃত্যু
- Update Time : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। এর পর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।
এসএস//