শিরোনাম:
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল ব্যাহত
- Update Time : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
টাঙ্গাইল প্রতিনিধি : ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে মঙ্গলবার ৮ ডিসেম্বর মধ্যরাত থেকে যান চলাচল ব্যাহত ও কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতুর ওপর যানবাহনের চাপ কমানো হয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। কুয়াশায় যানবাহন ধীরে চলায় সেতুর ওপর এবং টোল বন্ধ করে দেওয়ায় সেতুর এক প্রান্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও অপরপ্রান্ত সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়।
ভোরে সূর্য উঠার পর কুয়াশা কিছুটা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু হয় বলে জানায় কর্তৃপক্ষ। তবে উভয়প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। দীর্ঘ যানজটে পড়ে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এসএস//