শিরোনাম:
মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেলো ভারত
- Update Time : ০৭:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া শেষ টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। জরিমানা করা হয়েছে বিরাট কোহলির দলকে।
নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় ভারত দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ভারত অধিনায়ক কোহলি দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সিডনি ক্রিকেট মাঠে শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে হেরে যায় ভারত। তবে এর আগে প্রথম দুই ম্যাচে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় কোহলির দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও মন্থর ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছিল বিরাট কোহলির দলকে।
এসএস//