শাহজালাল থেকে ২৫০ কেজি ওজনের ‘বোমা’ উদ্ধার
- Update Time : ০৬:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ৯ ডিসেম্বর সকালে কনস্ট্রাকশন-৫ এ নির্মাণকাজ চলাকালে এ সিলিন্ডারসদৃশ ‘বোমা’র সন্ধান পান নির্মাণ শ্রমিকরা।
বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়। পরে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ছুটে আসে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে তারা সেটাকে নিস্ক্রিয় করতে বিমানবাহিনীর রসুলপুর ঘাটিতে নিয়ে যায়। সেখানে ২৫০ কেজি ওজনের বোমাসদৃশটি নিস্ক্রিয় করে বিমানবাহিনী।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বোমাসদৃশ্য বস্তুর ওজন ২৫০ কেজি। এটি উদ্ধার করে ময়মনসিংহে বিমান বাহিনীর তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
এসএস//