শিরোনাম:
বানিয়াচংয়ে ইজিবাইক চাপায় নারী নিহত
- Update Time : ১২:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় অমৃত বিবি (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
গতকাল সোমবার ৭ ডিসেম্বর দিনগত রাত ১০টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শরীফউদ্দিন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অমৃত বিবি ওই এলাকার হাসন আলীর স্ত্রী।
বানিয়াচং থানা পুলিশ জানান, রাতে শরীফউদ্দিন রোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অমৃত বিবি। এ সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএস//