বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
- Update Time : ০১:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুইজন মাদ্রাসা ছাত্রকে ৫ দিন ও দুই শিক্ষককে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল আমলী আদালত এ আদেশ দেন। গ্রেপ্তার চার জনকে আদালতে হাজির করে ছাত্রদের ১০ দিন করে ও শিক্ষকদের ৭ দিন করে রিমান্ড আবেদন করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।
শুনানি শেষে আদালত দুই ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদের (২০) ৫ দিন করে এবং শিক্ষক মো. আল আমীন (২৭) ও ইউসুফ আলীর (২৭) ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী পুলিশ জানান, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুজেট সংগ্রহ করা হয়। পরদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার জুগিয়া এলাকার একটি মাদ্রাসার দুই ছাত্র ও তাদের সহযোগিতা করার জন্য দুই শিক্ষককে গ্রেপ্তার করে।
এসএস//