একই কর্মকর্তা দিয়ে দুর্নীতি মামলায় অনুসন্ধান-তদন্ত বৈধ: হাইকোর্ট রায়
- Update Time : ১১:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক: একই কর্মকর্তাকে দিয়ে দুর্নীতি মামলায় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ৮ ডিসেম্বর মঙ্গলবার এ রায় দেন।
এ রায়ের ফলে একই কর্মকর্তাকে দিয়ে একটি মামলার অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা বৈধ বলে সারাদেশ’কে জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
দুদক অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চালানো সংক্রান্ত ২০০৭ সালের ২৬ নভেম্বর সংশোধিত বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রিট আবেদনকারীর বিরুদ্ধে চলমান মামলা কেন বাতিল করা হবে না- বিষয়ে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে আজ এ রায় দেন উচ্চ আদালত।
এ রুলটি খারিজ হওয়ায় দুদকের সংশোধিত বিধি যথাযথ বলে উচ্চ আদালত আজ রায় এলো বলে বাসস’কে জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামের দাখিল আনা রিট মামলায় গত ৭ সেপ্টেম্বর এ রুলটি জারি করে হাইকোর্ট।
আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র এডভোকেট এএফ হাসান আরিফ ও ড. শাহদীন মালিক।
দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
২০০৭ সালের ২৯ মার্চ যে বিধিমালা করা হয় তাতে বলা হয়, পৃথক কর্মকর্তা দিয়ে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থাৎ মামলার আগে যে কর্মকর্তা অনুসন্ধান করবেন তিনি মামলার পর তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। কিন্তু এই বিধান সংশোধন করে একই বছরের ২৬ নভেম্বর পৃথক সার্কুলার জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশোধিত বিধি অনুযায়ী একই কর্মকর্তা অথবা পৃথক কর্মকর্তা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চালাতে পারবেন এবং তার বিরুদ্ধে করা মামলায় তদন্তও করতে পারবেন। এই সংশোধনী চ্যালেঞ্জ করে রিটটি করেন আবদুস সালাম।
রিট আবেদনে বলা হয়, সংশোধিত বিধি সংবিধান পরিপন্থী। তাই তার বিরুদ্ধে করা মামলায় চলমান কার্যক্রম বাতিলযোগ্য। কারণ তার বিরুদ্ধে যে ব্যক্তি অনুসন্ধান শেষে মামলা করেছেন, তিনিই তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেছেন।
আবদুস সালাম দুদকে সম্পদের তথ্য দাখিল করেননি এ অভিযোগে রমনা মডেল থানায় ২০১৭ সালের ১৩ এপ্রিল মামলা করেন দুদকের উপপরিচালক মো. শামসুল আলম। তদন্ত শেষে গতবছর ১৮ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন মো. শামসুল আলম।
এসএস//