শিরোনাম:
পাটুরিয়া-দৌলতদিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
- Update Time : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় বন্ধ থাকার ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে চলাচল শুরু হয়।
বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল গনমাধ্যম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
মহীউদ্দীন রাসেল বলেন, গতকাল সোমবার ৭ ডিসেম্বর রাত ১১টা থেকে ঘন কুয়াশায় মার্কিং বাতির অস্পষ্টতার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় পর চলাচল শুরু হয়েছে।
তিনি জানান, পাটুরিয়া ঘাটে দেড় শতাধিক বাস ও সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে ।
এসএস//