ট্রাক ও ধান মাড়াই অটোর সংঘর্ষে নিহত ১
- Update Time : ০৮:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে কয়লাবোঝাই ট্রাক ও ধান মাড়াই অটোর মুখোমুখি সংঘর্ষে ধানমাড়াই অটোর মালিক মমিনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এছাড়াও ওই দুর্ঘটনায় নিহতের ভাগ্নে গুরুতর আহত হয়েছেন।
মমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাস্তুক গ্রামের রাজ্জাকের ছেলে ও আহত লালন মিয়া (৩০) একই উপজেলার গুলতা গ্রামের শাহার আলীর ছেলে।
আজ মঙ্গলবার ভোর ৪টায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ার হাট এলাকার সাদিয়া ফিলিং স্টেশনের (তেল পাম্প) সামনে কয়লাবোঝাই একটি ট্রাক বিরামপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ধানমাড়াই অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান মাড়াই অটোতে থাকা মমিনুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন ও ভাগ্নে লালন মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা আহত লালনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
থানা পুলিশ জানান , দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় পতিত কয়লাবাহী ট্রাকটির চালক ও হেলপার পলাতক থাকায় ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।