শিরোনাম:
একজনকে মুগ্ধ করতে চাইতেন ঐশ্বরিয়া!
- Update Time : ০৪:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক : বলিউড জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। তার রূপে মুগ্ধ হন কোটি কোটি মানুষ। কিন্তু কলেজ জীবনে একজনকে মুগ্ধ করতে চাইতেন ঐশ্বরিয়া নিজেই।
সম্প্রতি শিবানি নামে ঐশ্বরিয়ার এক বান্ধবী তাদের কলেজ জীবনের স্মৃতিচারণ করে বলেন, জয় হিন্দ কলেজে বিজ্ঞান শাখার ছাত্রী ছিলাম। এক বছর পর ঐশ্বরিয়া কে সি কলেজ থেকে আমাদের সঙ্গে যোগ দেয়। আমাদের কলেজের পাশেই কে সি কলেজ ছিল। কলেজের ছেলেরা ঐশ্বরিয়াকে এক নজর দেখার জন্য গেটের পাশে দাঁড়িয়ে থাকত।
তবে ঐশ্বরিয়া এক প্রফেসরকে মুগ্ধ করার জন্য ব্যস্ত থাকতেন বলে জানান শিবানি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐশ্বরিয়া আমাদের পদার্থ বিজ্ঞানের প্রফেসরকে মুগ্ধ করতে চাইতো কারণ তিনি অন্যদের চেয়ে বেশি কঠোর ছিলেন। বাকি ক্লাসে ঐশ্বরিয়া সব শেষ কিন্তু ওই শিক্ষকের লেকচারের সময় প্রথম বেঞ্চে বসতো।
এসএস//