ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ বাতিল
- Update Time : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
খেলা ডেস্ক : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি করোনার কারনে বতিল করা হয়েছে। ইংল্যান্ড শিবিরের দু’জনের করোনা পজিটিভ হওয়ায় সিরিজ বাতিল করা হয়। গতকাল সোমবার ৭ ডিসেম্বর এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজ বাতিলের বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা ও খেলোয়াড়দের কথা বিবেচনা করে এই সফর বাতিল করা হলো। করোনাভাইরাসের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা চারদিনের মধ্যে পেছানো হয় তিনবার।
গত শুক্রবার প্রথম ম্যাচটি কেপটাউনের নিউল্যান্ডসে হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে রবিবার নেয়া হয়। কিন্তু রবিবারও খেলা আয়োজন করা সম্ভব হয়নি। সেটি পিছিয়ে নেয়া হয় সোমবার। তবুও হলো না। শুক্রবার খেলা বাতিল হওয়ার মূল কারণ ইংল্যান্ড দলের আবাসিক হোটেলের দুই কর্মী করোনা পজিটিভ শনাক্ত হওয়ায়। এতেই সিরিজ বাতিল করতে হয়।
এসএস//