সারাদেশ ডেস্ক : শপ্তাহের টানা পাঁচ কার্যদিবস শেয়ারবাজার উর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার ৮ ডিসেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়েছে।
মূল্য সূচকের পতনের পাশাপাশি দুই বাজারে লেনদেনে অংশ নেয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। সেই সঙ্গে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতনের আভাস পাওয়া যায়। প্রথম ঘণ্টার লেনদেনেই ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে যায়। তবে লেনদেনের শেষদিকে সূচকের পতন প্রবণতা কিছুটা কমে।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্য সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩৬টি এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৮ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২৮ কোটি ৫৩ লাখ টাকা।
এসএস//
Leave a Reply