পদ্মা সেতুর শেষ স্প্যান বসতে পারে ১০ ডিসেম্বর
- Update Time : ০২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
মুন্সিগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতুতে এখন একটি স্প্যান বসানো বাকি আছে । ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি বসিয়ে দেয়া গেলেই পুরো সেতু দৃশ্যমান হবে।
শেষ স্প্যান তাই স্প্যানের দু’পাশে বাংলাদেশ ও চীনের পতাকা। সঙ্গে দু’দেশের সম্পর্ক অটুট রাখার বার্তাও। আর স্প্যান বসানোর জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। এখন চলছে ২ পিলারের ওপর স্প্যান স্থাপনের জন্য কারিগর কাজ।
প্রকৌশলী সূত্রে জানা গেছে, শুরুতে একেকটি স্প্যান বসাতে সময় লাগতো কয়েক মাস। তবে গত ২ মাসে আটটি স্প্যান ও এ মাসে একটি স্প্যান বসানোর মাধ্যমে প্রকৌশলীরা কাজের অগ্রগতিকে এগিয়ে নিয়ে গেছেন। করোনা পরিস্থিতির মধ্যে থেমে থাকেনি সেতুর কাজ। ২০১৪ সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল পদ্মা সেতুর। এরপর ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বসানো হয় প্রথম স্প্যান। ধাপে ধাপে পিলারে স্প্যান বসিয়ে ইতোমধ্যে ৪০টি বসানো হয়েছে।
পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে জড়িত কয়েকজন প্রকৌশলী গনমাধ্যমকে জানান, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর শেষ স্প্যান বসবে। অনুকূল আবহাওয়া আর টার্গেট অনুযায়ী প্রস্তুতি শেষ করা গেলে ১০ ডিসেম্বর স্প্যান বসানোর একটি সম্ভাব্য তারিখও নির্বাচন করেছে সেতু কর্তৃপক্ষ।
এসএস//