ডিসেম্বরে সবচেয়ে কাছাকাছি আসবে বৃহস্পতি-শনি
- Update Time : ০২:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : সৌরমণ্ডলের দুই বৃহত্তম গ্রহ বৃহস্পতি ও শনি একে অপরের কাছাকাছি চলে আসবে আগামী ১৬ থেকে ২৫ ডিসেম্বর মধ্যে। তাদের গত প্রায় ৮০০ বছরে এতটা কাছাকাছি অবস্থানে দেখা যায়নি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এ খবর জানিয়ে বলছে, এর মধ্যে আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতি ও শনি এতটা কাছাকাছি চলে আসবে যে গ্রহ দুটিকে দেখে ‘যুগ্ম গ্রহ’ বলে বিভ্রম হতে পারে অনেকের।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক তথা জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান বলেন, ‘এই দুই গ্রহের বিন্যাস অত্যন্ত বিরল। প্রতি ২০ বছর অন্তর ব্যবধানের তারতম্য ঘটে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এবারের যুগলবন্দি অত্যন্ত বিরল। কারণ এই সময় গ্রহ দুটি একে অপরের অনেক কাছে চলে আসবে। এমন এক মহাজাগতিক কাণ্ড দেখার জন্য বহু বছর অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের।
আগামী ১৬ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই দুই গ্রহকে কাছাকাছি দেখা যাবে বলে জানিয়েছেন পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক তথা জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান।
এসএস//