বাবুনগরী ও মামুনুলসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
- Update Time : ০২:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মোহাম্মদ মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফজলুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
আজ সোমবার ৭ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মামলা গ্রহণসংক্রান্ত বিষয়ে দুপুরে আদেশ দেবেন বলে জানা গেছে। গনমাধ্যম’কে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আমিনুল ইসলাম।
মামলার আরজির বক্তব্য অনুযায়ী, মামুনুল হকসহ অন্য তিনজন ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন। ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থেকে সরে না এলে আরেকটি শাপলা চত্বর ঘটানোর হুমকি দিয়েছেন তারা। তাঁদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। আসামিদের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে মধুদার ভাস্কর্য, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মিতব্য ভাস্কর্যসহ দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙা হচ্ছে, উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।
এসএস//