শিরোনাম:
ফের ক্যালিফোর্নিয়ায় লকডাউন
- Update Time : ০৩:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ঘনবসতিপূর্ণ এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় নতুন করে লকডাউন জারির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। লকডাউনের আওতাধীন এলাকার প্রায় চার কোটি মানুষকে ঘরে থাকার জন্য আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসম।
তিনি জানান, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তাই এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। লকডাউন চলা অবস্থায় বিভিন্ন ব্যবসা বন্ধ থাকবে এবং ঘরের বাইরে মানুষ একত্রিত হতে পারবে না।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার মানুষের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ ৮৭ হাজার ৮২৫ জনের মৃত্যু হয়েছে।
এসএস//
Tag :