শিরোনাম:
প্রেস ক্লাব থেকে শিক্ষক-শ্রমিকদের উঠিয়ে দিল পুলিশ

- Update Time : ১২:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৩ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্দলোনরত শিক্ষক ও শ্রমিকদের উঠিয়ে দিয়েছে পুলিশ।
আজ সোমবার ৭ ডিসেম্বর ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে তাঁদের উঠিয়ে দেওয়া হয়।
এ সময় ঘুমন্ত শিক্ষক ও শ্রমিকদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ বলেন, কর্তৃপক্ষের নির্দেশে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্দোলনরত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই। এর চেয়ে বেশি তথ্য তাঁর হাতে নেই।
জাতীয় প্রেসক্লাবের সামনে ২২ দিন ধরে আন্দোলন করে আসছিল বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে এই আন্দোলন করে আসছিল।
এসএস//