প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজিসহ ৫ কর্মকর্তাকে আপিল বিভাগে তলব
- Update Time : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : আদালতের আদেশ না মানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. আবু হেনা মোস্তফা কামালসহ পাঁচ কর্মকর্তাকে তলব করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এ পাঁচ জনের বিরুদ্ধে আনা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে তিন বিচারপতির ভার্চুয়াল আপিল বিভাগ বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেয়।
তাদেরকে আগামী ১৪ ডিসেম্বর সকালে আদালতে হাজির হয়ে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিষ্টার এ বি এম আলতাফ হোসেন। অপরপক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ।
আবু হেনা ছাড়া অন্য চার কর্মকর্তা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রমজান আলী, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম এবং গাইবান্ধার সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম।
গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম ২০০৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ না পেয়ে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করেন বিউটি বেগম।
মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম হওয়া বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়। পরে জেলা জজ ও হাইকোর্টেও সে আদেশ বহাল থাকে।
এর বিরুদ্ধে আপিল শুনানি করে সর্বোচ্চ আদালত ২০১৭ সালের ৩ অগাস্ট ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়। কিন্তু তারপরও নিয়োগ না পাওয়ায় বিউটি বেগম আদালত অবমাননার অভিযোগ আনেন ওই কর্মকর্তাদের বিরুদ্ধে।
ব্যারিষ্টার এবিএম আলতাফ হোসেন বলেন, আদালত গত ২ মার্চ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবমাননার রুল জারি করলেও তারা রুলের জবাব দেননি। এ কারণে আপিল বিভাগ বিবাদীদের তলব করেছে।
ডিএ/এসএস//