পান-সুপারি বিক্রেতা মেহজাবীন
- Update Time : ০৬:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক : ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে নানা সময় নানা চরিত্রে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। হয়েছেন প্রশংসিত। প্রতিটি নাটকেই নতুন চরিত্রে দেখা মিলে তার।
সোমবার ৭ ডিসেম্বর নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। তাতে পার্কে সিগারেট এবং পান-সুপারি বিক্রেতা হিসেবে দেখা গেছে। গলায় সিগারেটের ট্রে ঝোলানো। মনোযোগ দিয়ে গুনছেন টাকা। ক্যাপশনে লিখেছেন,পান সুপারি।
প্রকাশের পর এতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। লাইক এবং কমেন্টসের পাশাপাশি নাটক সংশ্লিষ্ট একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে মেহজাবীনের এ ছবিটি।
জানা গেছে,‘পান সুপারি’ শিরোনামের নাটকে এ রূপে দেখা যাবে অভিনেত্রীকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এ নাটকের মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা তাহসান। শিগগির নাটকটি প্রচারে আসবে বলে জানান মেহজাবীন।
এসএস//