শিরোনাম:
গাজীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর ‘আত্মহত্যার’ চেষ্টা
- Update Time : ১২:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : গাজীপুর শহরে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামী গলায় ছুরি দিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন।
সোমবার সকালে সিটি করপোরেশনের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মহসিনা আক্তার (৩০) শরিফুল আলমের (৩৫) স্ত্রী। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়। তারা সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় হাজী রুহুল আমিনের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটনের কাশিপুর থানা এসআই দীপঙ্কর রায় জানান, কলোনির ভাড়া বাসায় থেকে স্বামী-স্ত্রী দুজনে স্থানীয় এক গার্মেন্টসে চাকরি করতেন।
দাম্পত্য কলহের জেরে সকাল ৭টার দিকে বাসায় ধারালো অস্ত্র দিয়ে মহসিনাকে জবাই করে হত্যা করে তার স্বামী শরিফুল।
“পরে শরিফুল তার নিজের গলায় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।”
এসএস//