শিরোনাম:
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত
- Update Time : ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকার মৃত. মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) এবং কিশোরগঞ্জ জেলার অষ্টোগ্রাম এলাকার মৃত.মোকসেদ আলীর ছেলে মো. নূরুল ইসলাম (৭০)।
গজারিয়া (ভবেরচর) হাইওয়ে পুলিশ জানান, সকাল পৌনে ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া লেংটার রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম মুখী একটি পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন পথচারী নিহত হন। এঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এসএস//