শিরোনাম:
মাধবপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ১০ দোকান
- Update Time : ০৫:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক :মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০ টি দোকান ।
আজ সোমবার ৭ ডিসেম্বর ভোরে হরষপুর রেলওয়ে স্টেশনের পাশের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবু কাওসার জানান, প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুন ভয়াবহতা বৃদ্ধি পায়। খবর পেয়ে আশাপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা এসে ২ ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জানান, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে এসে দেখেছি স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
এসএস//