বলিউডের কিংবদন্তি দিলীপ কুমার ভালো নেই
- Update Time : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ভালো নেই। তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু এই তথ্য জানিয়েছেন।
দিলীপ কুমারের শারীরিক অবস্থা প্রসঙ্গে সায়রা বানু বলেন, তিনি খুব একটা ভালো নেই। দুর্বল। তিনি হেঁটে হল রুমে যান, আবার শোবার ঘরে ফিরে আসেন। তার ইমিউনিটি খুব কম। তার কল্যাণের জন্য দোয়া করুন। আমরা প্রতিটা দিনের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, ভালোবাসি জন্যই দিলীপ সাহেবের দেখাশোনা করছি, অনুগত স্ত্রী হিসেবে প্রশংসা পাওয়ার জন্য নয়। তাকে স্পর্শ করা এবং জড়িয়ে ধরা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিষয়। আমি তাকে ভালোবাসি এবং তিনি আমার শ্বাসপ্রশ্বাস।
সায়রা বানু জানান, অভিনেতা শাহরুখ খানের পাশাপাশি অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকেই নিয়মিত দিলীপ কুমারের খোঁজ নেন। তবে করোনা মহামারির কারণে লকডাউন থাকায় গত মার্চ থেকে তার সঙ্গে দেখা করতে পারেননি।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া দিলীপ কুমার ভারতের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা। ১৯৯১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়া ১৯৯৪ সালে সম্মানসূচক দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। তার উল্লেখযোগ্য সিনেমা ‘দাগ’, ‘নয়া দৌড়’, ‘মধুমতি’, ‘পয়গাম’, ‘কোহিনূর’, ‘লিডার’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘আদমি’, ‘শক্তি’ প্রভৃতি।
এসএস//