করোনায় আক্রান্ত ট্রাম্পের আইনজীবী
- Update Time : ০১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানি করোনায় আক্রান্ত হয়েছেন। তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এক টুইট বার্তায় রুডিকে উদ্দেশ্যে করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন রুডি, আমরা আবারও একসঙ্গে কাজ করে যাব। গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প।
বেশ কিছু অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রচারণা শিবির মামলা দায়ের করেছে। যদিও এসব মামলা খারিজ হয়ে গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিপক্ষে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের বৈধ চ্যালেঞ্জের নেতৃত্ব দিয়েছেন গিলিয়ানি।
গত মাসে গিলিয়ানির ছেলে অ্যান্ড্রিউ গিলিয়ানির দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। অ্যান্ড্রিউ নিজেও হোয়াইট হাউসে কর্মরত আছেন। তিনি জানিয়েছেন, তার বাবা এখন বিশ্রামে আছেন। তাকে ভালোভাবে দেখাশুনা করা হচ্ছে এবং তিনি ভালো অনুভব করছেন। কিভাবে রুডি গিলিয়ানি করোনায় আক্রান্ত হলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এসএস//