শিরোনাম:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটোনায় দুই মাদ্রাসাছাত্র আটক
- Update Time : ০১:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ রোববার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।
এসময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।
জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গনমাধ্যমকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে।
এসএস//