শিরোনাম:
দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে রিট
- Update Time : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য ও আইন শৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সাথে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে রুলও চাওয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী উত্তম লাহেড়ীর পক্ষে করা এই রিটে আইনজীবী হচ্ছেন এডভোকেট নাহিদ সুলতানা যুথি ও এডভোকেট এবিএম শাহজাহান আকন্দ মাসুম।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৬ জনকে রেসপনডেন্ট করা হয়েছে।
ডিএ/এসএস//