সারাদেশ ডেস্ক : সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২২ বছরে সূর্যের পরিবর্তনের একটি টাইম ল্যাপস ভিডিও শেয়ার করেছে। যেখানে কিভাবে সূর্য গত কয়েক দশক ধরে পরিবর্তন হয়েছে তা দেখানো হয়েছে।
প্রায় ৫০ মিনিটের দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ক্যামেরাবন্দী হয়েছে ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সূর্যের অভূতপূর্ব পরিবর্তন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরমের মাধ্যমে bursts of material নিক্ষেপ করছে। যা দ্রুত ও গতিশীল। ভিডিও থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছে যে, মহাজগৎ থেকে বয়ে আসছে অন্য আরেকটি নতুন সমস্যা।
সে সমস্যাটি হল ‘সৌরকলঙ্ক’। আক্ষরিক অর্থে সমস্যাটা হঠাৎ করে হাজির হবে এমনটা নয়। তারপরও ‘সৌরকলঙ্ক’ নিয়ে বিজ্ঞানমহলে উত্কণ্ঠা ও চিন্তা বাড়ছে।
এদিকে, সম্প্রতি অবাক করা এমন এক গ্রহের সন্ধান দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা জানিয়েছে, টেলিস্কোপে ধরা পড়া নতুন এ গ্রহে রয়েছে গগনে লাভার সমুদ্র। যেখানে সব সময় উল্কাবৃষ্টি হতে থাকে। উদ্যাম ঝড়ো হাওয়ায় তোলপাড় হচ্ছে গ্রহটির অর্ধেকাংশ। এমনকি, গ্রহের তাপমাত্রাও দেখা গেছে চরমভাবাপন্ন।
নাসার তথ্য অনুযায়ী, গ্রহটির একদিকে যেমন লাভার সমুদ্র ও আগুনের উল্কাবৃষ্টি হচ্ছে ঠিক তার অপর প্রান্তে চলছে তুষারপাত। বরফে ঢাকা থাকে সব সময়। যেখানে জলন্ত লাভাও মুহূর্তে পরিণত হয় জমাট বাধা বরফে।
সম্প্রতি কেপলার স্পেস টেলিস্কোপ ও স্পিৎজার স্পেস টেলিস্কোপে ধরা পড়া গ্রহটির নাম দেয়া হয়েছে হেল এক্সোপ্লানেট। যার পোষাকি নাম কে২-১৪১বি।
নতুন এই গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা নেই জানিয়ে বিজ্ঞানীরা বলছেন, অক্ষের চারদিকে না ঘুরে এক জায়গায় স্থির থাকে এই গ্রহের নক্ষত্রগুলো।
সূত্র: জি নিউজ
Leave a Reply