স্বৈরাচার পতন দিবস আজ
- Update Time : ১২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস।
গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে অবসান হয় প্রায় সাড়ে ৯ বছরের স্বৈরশাসনের। মুক্তি পায় গণতন্ত্র।
সামরিক আইন জারির মাধ্যমে ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এইচ এম এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। গত বছরের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে দিবসটি পালন করে আওয়ামী লীগ। আর ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। অপরদিকে‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে দিনটি পালন করে স্বৈরশাসক এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করবে।
দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের গণতন্ত্র আজও নামে-বেনামে একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত। ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরঙ্কুশ করার জন্য আজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার আয়োজন চলছে।’
১৯৯০ সালের এ দিনে গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। গনতন্ত্রের আশায় এবং স্বৈরশাসকের পতনের আনন্দে রাজধানী ঢাকাসহ সারাদেশ ছিল লক্ষ লক্ষ মানুষেল বিজয় মিছিলের জনপথ।
এসএস//