শিরোনাম:
রাজশাহীতে সবজির দাম কমায় বিপাকে কৃষক
- Update Time : ০৪:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজশাহীতে সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে পাইকারি বাজারে। সবজির দাম কমায় বিপাকে পড়েছেন কৃষক। থরে থরে সাজানো মুলা, ফুলকপি, লাউ, মিষ্টিকুমড়া হরেক জাতের সবজি। ভোরের কুয়াশা উপেক্ষা করেই জমে উঠে রাজশাহীর অন্যতম সবজির পাইকারি বাজার খড়খড়ি হাট।
শীতের সবজির ভরা মৌসুম তাই বাজারে সরবরাহ অনেক থাকলেও স্বস্তি নেই কৃষক। বাজারে নতুন আলু, সিম, পটলের খানিকটা দাম পেলেও, অধিকাংশ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫ থেকে ২০ টাকা দরে। কাঙ্খিত দাম না পেয়ে হতাশ কৃষক।
এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় সকল হাটবাজারে সবজির সরবরাহ বেড়েছে দ্বিগুণ, তাতেই দাম কমেছে বলছেন ক্রেতারা।
সবজির উৎপাদনের তুলনায় ভোক্তা কম হওয়ায় প্রতিবছর কমছে সবজির দাম, তাতে স্থানীয়ভাবে সবজি সংরক্ষণের জন্য কৃষি বিভাগকে উদ্যোগী হওয়ার আহ্বান ইজারাদারের।
এসএস//