রহস্যময়তায় ঘেরা আয়ারল্যান্ডের মেনলো ক্যাসল

- Update Time : ০৪:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১২ Time View
সারাদেশ ডেস্ক : আয়ারল্যান্ডের মেনলো ক্যাসল রহস্যময় আর পৌরানিক লোককাহিনীতে ঘেরা । এটি ব্লেক ক্যাসল নামেও অনেক পরিচিতি । ঐতিহাসিক এই ক্যাসেল ৪৫১ বছরের পুরানো এর সাথে মিশে থাকা অজানা কথাগুলোই প্রতিবেদনে তুলে ধরা হল ।
গলওয়ের নামী-দামী পরিবারগুলোর মধ্যে সবচেয়ে ধনী পরিবার ছিলো ব্লেক পরিবার। করীব নদীর তীরে ১৫৬৯ সালে তারা ম্যানলো ক্যাসল প্রতিষ্ঠা করেন। ১৬০০ সাল থেকে ১৯১০ সাল পর্যন্ত ব্লেক পরিবারই বাস করতেন এখানে।
ক্যাসেলের প্রবেশে শত শত বছরের পুরানো পথ ও গাছগুলো এখনো প্রকৃতিতে ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে। আলো- ছাঁয়ার পরিবর্তনের খেলায় গাছগুলো বার্ধক্যে পরলেও এখনো যেন চির যৌবনের রং ছড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে দর্শনার্থীদের।
এই মেনলো ক্যাসেলেই ১৬০০ শতাব্দীতে ঐতিহ্যবাহী ’মেইন ইন মেনলো’ অনুষ্ঠানের আয়োজন করতো ব্লেক পরিবার।অনেক ধরনের খেলাধুলার পাশাপাশি সংগীত ও নৃত্যেরও আয়োজন থাকতো এখানে।
১৯১০ সালের ২৬ জুলাই স্যার ভ্যালেন্টাইন ব্লেক ও তার স্ত্রী লেডি ব্লেক ডাবলিন থেকে দূরে থাকা অবস্থায় মেনলোর এ ক্যাসেলটিতে আগুন লেগে তাদের শারীরিক প্রতিবন্ধী কন্যা ইলিয়েন ও দুই দাসী মারা যায়। সবার দেহ পেলেও কন্যা ইলিয়েনের দেহের সন্ধান আর পাওয়া যায়নি।
এসএস//