শিরোনাম:
মেহেরপুরে বিকাশ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
- Update Time : ০৫:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মেহেরপুর প্রতিনিধি : উপজেলার কোলা গ্রামে জুয়েল রানা (২৭) নামের এক বিকাশ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়।
রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ও দুই হাতে কোপানো হয়েছে। তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
মেহেরপুর সদর থানা পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা বের করা হবে।
এসএস//