বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি
- Update Time : ০৭:০১:২২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই সুমনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।।
আজ রোববার ৬ ডিসেম্বর দুপুরে জামালপুর জেলা দায়ারা জজ এ রায় দেন।
মামলার বিবরণীতে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার রুদ্ধ বয়ড়া গ্রামের সামছুল হকের দুই ছেলে সেজনু মনির ও সুমনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৫ সালের ১৭ আগস্ট ভোরে ছোট ভাই সুমন বড় ভাই সেজনু মনিরের ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলা চেপে ধরে। এ সময় তার ডাক চিৎকারের প্রতিবেশিরা এসে সেজনু মনিরকে উদ্ধার করে। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ ঘটনায় নিহত সেজনু মনিরের স্ত্রী শাহানা শারমিন বাদী হয়ে সরিবাড়ী থানায় মামলা দায়ের করে।
মামলায় ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষী শেষে রায়ে সুমনকে ফাঁসির পাশাপাশি ৫০ হাজার টাকা ও দণ্ডবিধি ৪৪৮ ধারা মোতাবেক এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
জামালপুরের জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস//