দল নির্ধারণের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি
- Update Time : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক : ফিটনেস পরীক্ষায় ভাল রেজাল্ট এসেছে মাশরাফি বিন মর্তুৃজার । বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কোন দলে খেলবেন তা জানা যাবে সোমবার দল নির্ধারণ হওয়ার পর।
সকালে বিপ টেস্ট দিয়েছেন জাতীয় দলের সবচেয়ে সফলতম অধিনায়ক। বিপ টেস্টে তার ফল এসেছে ১০.৭। জানা গেছে, ফিটনেস পরীক্ষায় বেশ সাবলীল ছিলেন মাশরাফি। রানিংয়ে তেমন জড়তাও ছিল না। এছাড়া তার কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় আজ। নেগেটিভ আসলে সোমবারই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন মাশরাফি।
মাশরাফিকে নিয়ে ইতোমধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে ফরচুন বরিশাল, পরে জেমকন খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহীও তার জন্য বিসিবিকে চিঠি দেয়। নিয়ম অনুযায়ী, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনও দল তাকে দলে নিতে পারবে। একাধিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে।
টুর্নামেন্টের বিধি অনুযায়ী একের অধিক দল যদি কোনো খেলোয়াড়কে চায় তাহলে লটারিতে হবে সমাধান। সেজন্য মাশরাফিকে লটারিতেই বসতে হবে। রাতে মাশরাফির লটারি অনুষ্ঠিত হবে টিম হোটেলে। এদিকে শেষ মুহূর্তে মাশরাফিকে পেতে আগ্রহ দেখিয়েছে বেক্সিমকো ঢাকাও। ফলে লটারি হচ্ছে চার দলের।
এসএস//