তিন দশক পর কাদিজের কাছে হারলো বার্সেলোনা
- Update Time : ১২:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : স্প্যানিশ লা লিগায় দীর্ঘ ২৯ বছর পর কাদিজের কাছে হারলো বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে কাদিজ ২-১ গোলে হারিয়েছে কাতালানদের। সবশেষ ১৯৯১ সালে বার্সার বিপক্ষে জিতেছিল তারা।
চলতি মৌসুমে লা লিগায় দশম ম্যাচে এটা ছিল বার্সার চতুর্থ হার। অন্যদিকে দ্বাদশ ম্যাচে কাদিজের ছিল এটা পঞ্চম জয়। ১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে কাদিজ। ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে সপ্তম স্থানেই।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটেই বল জালে জড়ান কাদিজের খেলোয়ার আলভারো গিমেনেজ।
বিরতির পর ৫৭ মিনিটে সমতা ফেরে বার্সা। যদিও গোলটি আসে আত্মঘাতী খাত থেকে।
৬৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করেন কাদিজের আলভারো নেগ্রেদো।
খেলার বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কাদিজ। গোল পায়নি বার্সেলোনাও। তাতে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
এসএস//